চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে “ভয়েস অব সিইউ” নামে এক স্বতন্ত্র সম্পাদকীয় প্যানেল ঘোষণা করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো—এই প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) কোনো পদে প্রার্থী দেওয়া হয়নি। শুধুমাত্র সম্পাদকীয় পর্যায়ের ১১টি পদে প্রার্থী দিয়েছে তারা।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেলের নাম ঘোষণা করা হয়। এ সময় নেতারা জানান, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, “আমরা চাকসুতে নেতা হতে আসিনি, বরং শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন এবং তাদের স্বার্থরক্ষায় কাজ করতে চাই।”
ঘোষিত সম্পাদকীয় প্যানেলের প্রার্থীরা হলেন—
দপ্তর সম্পাদক: মুসলেমা খানম আঁখি (বোটানি, মাস্টার্স)
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: মোহাম্মদ জালাল উদ্দীন (কেমিস্ট্রি)
ছাত্রী কল্যাণ সম্পাদক: সানজিদা আলম (ইংরেজি, ৪র্থ বর্ষ)
স্বাস্থ্য সম্পাদক: জসিম উদ্দিন (আইইআর, ৪র্থ বর্ষ)
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: রবিউল হাসান শাফি (রাষ্ট্রবিজ্ঞান, ২য় বর্ষ)
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাহরিয়ান আহমেদ অনিম (রাষ্ট্রবিজ্ঞান, ৩য় বর্ষ)
সহ-খেলাধুলা সম্পাদক: মোহাম্মদ সাদেক (রাষ্ট্রবিজ্ঞান, ২য় বর্ষ)
যোগাযোগ ও আবাসন সম্পাদক: আশিকুর রহমান আশিক (ইসলামিক স্টাডিজ)
সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: আবু নাসিম (রাষ্ট্রবিজ্ঞান)
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ইসমাইল হোসেন (ইসলামিক স্টাডিজ, ২য় বর্ষ)
নির্বাহী সদস্য: ইফতেখার হোসাইন (ইসলামিক স্টাডিজ)
প্যানেলের নেতাদের দাবি, তাদের প্রতিটি প্রার্থী নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ ও যোগ্য। অতীতে নানা শিক্ষার্থীবান্ধব কার্যক্রমে তারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। শিক্ষার্থীদের বড় অংশ ইতোমধ্যেই এই ভিন্নধর্মী প্যানেলকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলেও তারা উল্লেখ করেন।
সিএইচডি-পিআর
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |