| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে চসিকের উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 12-10-2025 ইং
  • 750 বার পঠিত
চট্টগ্রামে চসিকের উদ্যোগে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু
ছবির ক্যাপশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে অক্টোবর মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর) সকালে গুল-এজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, "নারী স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের উদ্যোগ সময়োপযোগী। পাশাপাশি শিশুদের টিকাদান কর্মসূচিকেও সফল করতে হবে যেন টাইফয়েডসহ অন্যান্য রোগ প্রতিরোধ সম্ভব হয়।"


মেয়র জানান, নগরের ১,৫৪৬টি স্কুল এবং ৭৮৩টি আউটরিচ সাইটে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে। এতে প্রায় ৮.৩ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভায় নেতৃত্ব দেন ডা. সাকেরা আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের মহিলা শল্যচিকিৎসক দল। এতে প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষিকা অংশ নেন। অক্টোবর মাসজুড়ে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে বিনামূল্যে ব্রেস্ট স্ক্রিনিং ও পরামর্শ দেওয়া হবে।


একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে মেয়রের সুপারিশে সিএসসিআর হাসপাতালে এক ব্রেস্ট ক্যান্সার রোগীর বিনামূল্যে সফল সার্জারি সম্পন্ন হয়। অপারেশনে নেতৃত্ব দেন অধ্যাপক ডা. খন্দকার এ.কে. আজাদ, ডা. নাজমা মাহবুব ও ডা. সায়রা বানু শিউলী।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, এবং চসিক ও সিএসসিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর