চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে শিক্ষার্থী হয়রানির ঘটনায় ১০ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নোটিশ জারি করা হয়।
গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে মুক্তিযোদ্ধা হল পর্যবেক্ষণে গিয়ে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টরা এন-৫১২ নম্বর রুমে প্রবেশ করলে তারা দেখতে পান, ২৩ ব্যাচের কিছু শিক্ষার্থী ২৪ ব্যাচের ৯ শিক্ষার্থীকে হয়রানি করছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা হলের প্রভোস্ট আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন।
অভিযোগ যাচাই করে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে।
অভিযুক্তদের তালিকা
শোকজ পাওয়া শিক্ষার্থীরা হলেন—
তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের: মো. রাফি আহম্মদ ভুঁইয়া, আব্দুল্লাহ আল নাছির, সাজ্জাদ হাসান, তানভীর খান, মনসুর আলম সিয়াম, এসকে ফাহিম আহমেদ, মো. আতিকুর রহমান ফাহিম
যন্ত্রকৌশল বিভাগের: সাখাওয়াত হোসেন সজীব
মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের: আহমেদ ইতিসার
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের: মোনতাসিন হোসেন মাহি
জবাবদানের নির্দেশনা
অভিযুক্তদের আগামী ৩ সেপ্টেম্বর বিকাল ৩টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরের দপ্তরে স্বশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে বলা হয়েছে।
প্রশাসনের বক্তব্য
ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুবুল আলম বলেন,
“ক্যাম্পাসে র্যাগিং ও মাদক নির্মূলে চুয়েট প্রশাসন বদ্ধপরিকর। এসব বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |