সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির ঘোষিত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা। তাদের দাবি, মনোনয়ন প্রাপ্ত কাজী সালাউদ্দিনের নাম পরিবর্তন করে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) ফৌজদারহাট জলিল গেইট এলাকার বাদশা কমিটি সেন্টারে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদর, যৌথ সঞ্চালক হিসেবে ছিলেন সাবেক উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোরসালিন ও আওরঙ্গজেব মোস্তফা। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
জরুরি সভায় নেতাকর্মীরা বলেন, আসলাম চৌধুরী একজন সম্ভ্রান্ত পরিবারের সদস্য এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। স্বৈরাচারী শাসনকালেও তিনি ৯ বছর কারাভোগ করেছেন, তারপরও কারাগারের ভিতর থেকে দলকে সুসংগঠিত রেখেছেন। সমর্থকদের মতে, এমন ত্যাগ স্বীকারকারী নেতাকে ন্যায্যভাবে মনোনয়ন দেওয়া উচিত।
তবে বিএনপি চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন দিয়েছে কাজী সালাউদ্দিনকে। এর ফলে আসলাম চৌধুরীর অনুসারীরা মনোনয়ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মনোনয়ন ঘোষণার পর সোমবার তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ চার ঘণ্টা অবরোধ করেন, যার ফলে দূরপাল্লার যাত্রী ও পরিবহন চরম ভোগান্তির শিকার হন।
মঙ্গলবার মধ্যরাতে মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন:
আলাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
হেলাল উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক
মোঃ মামুন, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক
মমিন উদ্দিন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক
জরুরি সভায় উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম জহুর, জাকির হোসেন, ছালে আহম্মদ ছলু, নুরুল আনোয়ার, খোরশেদ আলমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে আসলাম চৌধুরীর মনোনয়নের দাবিতে বিভিন্ন রকম স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করা হয়।
বিএনপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘটনার তথ্যও প্রকাশ করা হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |