মোস্তফা জাহেদ:
চট্টগ্রাম জেলার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জদের নিয়ে রবিবার অনুষ্ঠিত হলো পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা সভা।
সভার শুরুতেই তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ইনচার্জকে জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
পুলিশ সুপার বলেন, “নতুন দায়িত্ব আপনাদের জন্য একদিকে চ্যালেঞ্জ, অন্যদিকে এটি আপনাদের সামর্থ্য ও নেতৃত্ব প্রদর্শনের বড় সুযোগ।”
আইনশৃঙ্খলা রক্ষা ও সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ নির্দেশনা
বক্তৃতার এক পর্যায়ে পুলিশ সুপার উল্লেখ করেন যে, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, জনবিশ্বাস বজায় রাখা এবং সেবাকে আরও গতিশীল করতে থানার অফিসার ইনচার্জদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
তিনি প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রস্তুতির নির্দেশ
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল অফিসার ইনচার্জকে পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি বলেন, “সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। ভোটের পরিবেশ নষ্ট করে এমন যেকোনো অপচেষ্টা আগেই শনাক্ত করে প্রতিরোধ করতে হবে।”
এছাড়া টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারিসহ সব ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তাদের প্রতিক্রিয়া
সভায় জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। তাঁরা পুলিশ সুপারের দিকনির্দেশনাকে জেলার সার্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য পথনির্দেশক হিসেবে অভিহিত করেন।
থানাকে সেবাকেন্দ্রে রূপান্তরের আহ্বান
পরিশেষে পুলিশ সুপার নবাগত অফিসার ইনচার্জদের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেন,“আপনারা প্রত্যেকে নিজ নিজ থানাকে একটি সেবাকেন্দ্রে পরিণত করবেন, এটাই জেলা পুলিশের প্রত্যাশা। জনগণের জন্য কাজ করুন, তারা আপনাদের সম্মান দেবে।”
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |