ঢাকা, ১১ অক্টোবর:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মতো বড় রাজনৈতিক পরিবর্তন জনগণের সরাসরি ম্যান্ডেট ছাড়া গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনা করে আগামীর বাংলাদেশের কাঠামো নির্ধারণ করতে পারে না — এই সিদ্ধান্ত জনগণের হওয়া উচিত।
শনিবার রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন ও ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) আয়োজিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি: নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “যারা পিআর পদ্ধতির পক্ষে, তাদের উচিত জনগণের কাছে গিয়ে তাদের সম্মতি ও ম্যান্ডেট নেওয়া। কোনো সনদই জনগণের সম্মতি ছাড়া গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি আরও বলেন, বর্তমানে প্রচলিত সংবিধানের আওতায় নির্বাচন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মতপ্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রাথমিক ঐকমত্য গড়ে উঠেছে, তা জাতীয় সংসদে আলোচনা করে চূড়ান্ত রূপ দেওয়া যেতে পারে। তবে তিনি জোর দিয়ে বলেন, “শেষ কথা বলার অধিকার একমাত্র জনগণের।”
আলোচনায় আমীর খসরু আরও বলেন, এখন সবচেয়ে জরুরি প্রয়োজন একটি কার্যকর সংসদ গঠন করা। সংসদ যদি কার্যকর না হয়, তবে গণতন্ত্র শুধু একটি প্রতীকী ব্যবস্থায় সীমাবদ্ধ থাকবে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তিনি বলেন, “যারা বিজয়ী হবে, তাদের সরকার, তাদেরই দেশ — এই ধরনের মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।” তিনি দেশে রাজনৈতিক সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বিরোধীদের মর্যাদা দেওয়ার উপর জোর দেন। একই সঙ্গে তিনি সাংঘর্ষিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ গড়ার আহ্বান জানান।
ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
---|---|
যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |