ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চিকিৎসাবঞ্চনা ও অর্থনৈতিক সংকটের বাস্তবতায় একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ফখরউদ্দিন আহামেদ বাচ্চু।
তার উদ্যোগে উপজেলা জুড়ে শুরু হওয়া বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম ভালুকার সাধারণ মানুষের জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে।
গত রবিবার (৯ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মানবিক উদ্যোগ এখন জনস্রোতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন বয়সের অসুস্থ মানুষ সারিবদ্ধভাবে এসে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে চিকিৎসাসেবা নিচ্ছেন এবং হাতে পাচ্ছেন প্রয়োজনীয় ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে।
চিকিৎসা নিতে আসা ৬৫ বছর বয়সী রহিমা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“পাঁচদিন ধরে জ্বর আর ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। টাকা না থাকায় ডাক্তার দেখাতে পারিনি। আজ বিনামূল্যে চিকিৎসা আর ঔষধ পেলাম। আল্লাহ বাচ্চু সাহেবকে ভালো রাখুক।”
নিম্ন আয়ের কৃষক আমির হোসেন জানান,
“জমি থেকে কাজ ফেলে এসেছি। হাসপাতালে গেলে সারাদিন লেগে যেত, খরচও লাগত। এখানে এক টাকাও লাগেনি। বাচ্চু ভাই এমন ব্যবস্থা করছে আমাদের মতো গরিবের জন্য এটা বিশাল দানশীলতা।”
অসুস্থ সন্তান কোলে নিয়ে আসা রোজিনা বেগম বলেন,
“মেয়ের কাশি-জ্বর কমছিল না। ডাক্তার দেখানোর মতো টাকা ছিল না। এখানে এসে ডাক্তার দেখালো, ঔষধ দিল। এমন সেবা আগে পাইনি। মনে হচ্ছে আল্লাহ তাকেই পাঠিয়েছেন আমাদের দুয়ারে।”
এ সময় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ফখরউদ্দিন আহামেদ বাচ্চুর এ ধরনের মানবিক উদ্যোগ ভালুকার মানুষকে নতুন করে প্রেরণা দিচ্ছে। সমাজের বিত্তবানদেরও এমন উদ্যোগে অংশ নিতে উৎসাহিত করছেন তারা।
ফখরউদ্দিন আহামেদ বাচ্চু বলেন,
“রাজনীতি মানুষের জন্য, মানবতার সেবাই আমার লক্ষ্য। ভালুকার প্রতিটি মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা, শিক্ষা ও সামাজিক কল্যাণে কাজ করতে চাই।”
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |