| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে অবদান রাখছে ইত্তিহাদ ফাউন্ডেশন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 03-01-2026 ইং
  • 4959 বার পঠিত
সীতাকুণ্ডে ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশে অবদান রাখছে ইত্তিহাদ ফাউন্ডেশন
ছবির ক্যাপশন: ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষায় সেরা শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ

সীতাকুণ্ড প্রতিনিধি:

সামাজিক ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ইত্তিহাদ ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত “মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গত চার বছর ধরে শিক্ষা, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইত্তিহাদ ফাউন্ডেশন সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর সীতাকুণ্ড উপজেলা পর্যায়ে বৃহৎ পরিসরে মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ২৩৮ জন শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হয়।

অনুষ্ঠানটি আফতাব রাফির সঞ্চালনায় এবং ইত্তিহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

‘বর্তমানে লেখাপড়া ও শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রতিযোগিতামূলক। যারা সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে পড়াশোনা ও পরীক্ষায় অংশ নেয়, তারাই সফলতা অর্জন করতে পারে। শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে ইত্তিহাদ ফাউন্ডেশন সীতাকুণ্ডের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ভোক্তা অধিকার চট্টগ্রাম জেলার সভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইয়াকুব আলী, মোঃ দিদারুল আলম, মোঃ সলিমুল্লা, ইমাম হোসেন, লিয়াকত আলী ও তানজীদ রহমান।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক বিভাগ থেকে দুইজন সেরা শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।

প্রাথমিক বিভাগে সেরা শিক্ষার্থী নির্বাচিত হন আশফিকা ফারহা এবং মাধ্যমিক বিভাগে সেরা শিক্ষার্থী হন সামিয়া মির্জা।

এছাড়াও অন্যান্য কৃতি শিক্ষার্থীদের হাতে ইত্তিহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর