| বঙ্গাব্দ
ad728
ad728

নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া মাচাদো

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 11-10-2025 ইং
  • 1102 বার পঠিত
নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া মাচাদো
ছবির ক্যাপশন: ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ নরওয়ের নোবেল কমিটি শুক্রবার তাকে এই পুরস্কারে ভূষিত করে

অসলো, ১০ অক্টোবর:

২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ নরওয়ের নোবেল কমিটি শুক্রবার তাকে এই পুরস্কারে ভূষিত করে।


পুরস্কার পাওয়ার পর এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে মারিয়া মাচাদো ঘোষণা দেন, তিনি তার নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছেন।

তিনি লিখেছেন:


"আমি এ পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ ও আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি।"


মারিয়া মাচাদো নোবেল পুরস্কার ঘোষণার পর ট্রাম্পকে ফোন করেন এবং ব্যক্তিগতভাবে তাকে এই উৎসর্গের কথা জানান। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন,


"নোবেলজয়ী মারিয়া আমাকে ফোন করে জানিয়েছেন, তিনি তার সম্মানে পুরস্কারটি গ্রহণ করেছেন। এটা ছিল সম্মানের মুহূর্ত।"


ট্রাম্পের প্রতিক্রিয়া:


শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প নোবেল কমিটির সিদ্ধান্তের সরাসরি সমালোচনা না করলেও জানান,


"আমি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে একাধিক সংঘাতের সমাধানে নেতৃত্ব দিয়েছি। এসব শান্তি প্রচেষ্টার জন্য আমিও নোবেল পাওয়ার উপযুক্ত ছিলাম।"


হোয়াইট হাউজের প্রতিক্রিয়া:


নোবেল পুরস্কার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে এক বিবৃতি দেয়া হয়, যেখানে ট্রাম্পকে পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করা হয়।


বিবৃতিতে বলা হয়,


“ট্রাম্প শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধ ও প্রাণ রক্ষায় অবিরাম কাজ করছেন। তার মানবিক হৃদয় ও অদম্য ইচ্ছাশক্তি আছে। নোবেল কমিটি রাজনীতিকে শান্তির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।”


নোবেল কমিটির অবস্থান:


নরওয়ের নোবেল কমিটি তাদের ঘোষণায় বলেছে, মারিয়া মাচাদোকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ছিল ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর আপসহীন সংগ্রামের স্বীকৃতি। কমিটির মতে, শান্তির জন্য নির্ভীকভাবে রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোয় তিনি এই সম্মানের যোগ্য।


প্রাসঙ্গিক প্রেক্ষাপট:

মারিয়া কোরিনা মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। একাধিকবার গ্রেপ্তার ও নির্বাচনে অযোগ্য ঘোষণার পরও তিনি আন্তর্জাতিক মহলে সমর্থন অর্জন করেছেন। ট্রাম্প প্রশাসন তার আন্দোলনে সরাসরি সমর্থন দিয়ে আসছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর